বাংলার মুখ ।। মুজিব বর্ষ সংখ্যা ২০২০ |
সম্পাদকীয়
শুভ বসন্ত!
বলা হয়ে থাকে, বঙ্গবন্ধুর জন্ম না হলে ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্রের জন্ম হতো না। হয়েতা সত্যিই তাই অথবা না। তা হোক বা না হোক, অন্তত এটুকু সন্দেহাতীতভাবে বলা যায় যে ‘বাংলাদেশ’ নামক ভূ-খণ্ডের স্বাধীনতা অর্জনের নেপথ্যে যে ব্যক্তিটির অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন—জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ জন্ম নেয়া কালজয়ী এই মহাপুরুষের জন্ম শতবর্ষ ২০২০ সাল। নিশ্চয় আরোও শতসহস্র বর্ষ ধরে তিনি বেঁচে থাকবেন বাঙালিদের হৃদয়পটে। তাঁর জন্মদিনে বাংলার মুখ'র লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি মুজিব বর্ষের শুভেচ্ছা।
সময় হয়ে পড়েছে ব্যাধিগ্রস্ত। রাষ্ট্র হয়ে পড়েছে ইস্যুময়। প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে প্রকৃতি, যা ক্রমান্বয়ে রূপ নিচ্ছে জাতীয় ইস্যুতে। জাগতিক নিত্যনতুন ইস্যু উপহার দিচ্ছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। সংকটের এই রাষ্ট্রে এবারের বসন্তে জাতি পাচ্ছে মুজিব বর্ষের সৌরভ। এই সৌরভ সম্ভাবনা হয়ে ভাসিয়ে দিক সমূহ সংকটকে, মুছে যাক সকল গ্লানি।
এরূপ বিশেষ সময়ে দীর্ঘ বিরতির পর বাংলার মুখ'র বিশেষ আয়োজন—মুজিব বর্ষ সংখ্যা ২০২০। এবারের সংখ্যা সমৃদ্ধ হয়েছে বঙ্গবন্ধুকেন্দ্রিক লেখায়। যথারীতি এবারের আয়োজনেও রয়েছে সমসাময়িক নবীন-প্রবীণ লেখকদের সু-সংমিশ্রণ। ব্যস্ততম এই সময়ে যারা লেখা দিয়ে এবারের আয়োজনকে সমৃদ্ধ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।
তাড়াহুড়োর মাঝেও সংখ্যাটিকে আমরা যথাসম্ভব ত্রুটিমুক্ত রাখতে চেষ্টা করেছি। হয়তো অলক্ষ্যে কিছু ত্রুটি রয়েও গেছে। আমাদের আন্তরিক দুঃখ প্রকাশ থাকছে অনাকাঙ্ক্ষিত ত্রুটি সমূহের জন্য। তবে একটি বিশেষ সুবিধার কথা বলছি, যেকেউ যেকোনো মুহূর্তে যেকোনো ত্রুটি ধরিয়ে দিলে আমাদের সমাধানের সুযোগ রয়েছে।
পরিশেষে, সকলের প্রতি নিরন্তর শুভ কামনা। বাংলার মুখ পড়ুন, বাংলার মুখ—এ লিখুন। সবার প্রতি সতত শুভ কামনা।
লেখা সমূহ
প্রবন্ধ
ছড়া
গল্প
কবিতা
কাজী মেহেদী হাসান
কালপুরুষ
বন্য পীতম
মজনুর রহমান
মাহমুদ হাসান আবির
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
রাসেল রায়হান
শশধর চন্দ্র রায়
শিস খন্দকার
শুভ্র সরকার
কালপুরুষ
বন্য পীতম
মজনুর রহমান
মাহমুদ হাসান আবির
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
রাসেল রায়হান
শশধর চন্দ্র রায়
শিস খন্দকার
শুভ্র সরকার
দ্রষ্টব্য : লেখাগুলো পড়তে উল্লিখিত লেখকদের নামে ক্লিক করুন।
ভালো লাগছে..
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন