কালপুরুষের কবিতা



বাংলাদেশ আজও কাঁদে


রাইফেলের নলে মৃত্যু নিয়ে যে সৈনিক সাহসী অথচ

জীবনকে ব্যর্থ যাপন করেছে; তার বিচার চাইবার

তুমি কে? কে তুমি? তুমি কি সক্রেটিস?
যীশু?
সক্রেটিসের মহৎ করুণ মৃত্যু যারা অস্বীকার করে
বহু আগেই ক্রুশবিদ্ধ হয়ে আছে হৃদপিণ্ড তাদের।
মৃত্যুশোকে তাদের শুভেচ্ছা জানাবে যে সকল গোলাপ
তারা নির্বোধ;

‘ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এখনও ঘুরছে’
বলে চিৎকার করে যে পাগল নামের লোকটা; তাঁকে
শিরোচ্ছেদে উদ্যত হয়েছে তোমার তরোবারি!
কে তুমি?
তুমি বিবেকানন্দ পড়নি?
জীবনানন্দ!
রবীন্দ্রনাথ?

মহৎ জীবন যারা পায়নি আজ এবং আগামীকাল
সঠিক মৃত্যুই তাদের প্রার্থনা হোক।
‘সঠিক মৃত্যু... কোথায়?... কে দেবে?’
কে... কে তুমি? সঠিক মৃত্যু আবিষ্কারে হিমালয় যেতে চাও!
কে সে শৌখিন যোদ্ধা?

তোমরা কি শোননি বঙ্গবন্ধু
আজও উচ্চারণ করে ‘স্বাধীনতা’ রেসকোর্স ময়দানে;
তোমরা কি দেখনি তাঁর বুকের লাল রক্তে
কী সবুজ হলো বাংলাদেশ!

 লেখক : কালপুরুষ, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন