মাহমুদ হাসান আবিরের কবিতা


পিতা আপনাকে


জমাট বাঁধা হিমোগ্লোবিনে মিশে ছিলো সেদিন পিতার চশমা।
শহরটা ঢাকা দিয়েছিলো সমস্ত বিষন্নতায়।
ওরা ভেবেছিলো প্রজন্মের সন্তানেরা জন্ম নিবে অন্ধ হয়ে।
বোকা ওরা জানে না সন্তানেরা জন্ম নেয় পিতার ছবি বুকে নিয়ে।

আজো সকল সন্তান তাদের পিতা বরাবর হেঁটে চলেছে,
হেঁটে চলেছে এসকল সূর্যাস্তের দিনে।
মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছে পিতার সেই কবিতা।
আর পূজা করে যাচ্ছে তাদের ভেতরকার পিতাকে।

 লেখক : মাহমুদ হাসান আবির, গোপালগঞ্জ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন