মজনুর রহমানের কবিতা

বঙ্গবন্ধু

কিভাবে ঘুমের ভেতরে হামলে পড়ে স্বপ্ন
আর স্বপ্নের ভেতরে গুলি,
কিভাবে গুলির ভেতরে বসে থাকে মানুষ
আর মানুষের ভেতরে পশু,
এই সব একদিন ভোরবেলা আমরা জেনেছি
যেমন অন্য সহস্র ভোর এনেছিলে তুমি।

 লেখক : মজনুর রহমান, রংপুর।

২টি মন্তব্য: