...
আগস্টের পনের তারিখ,
শেষ প্রহর,
দূর মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠে তখনো শেষ হয়নি আজান।
ধানমণ্ডি বত্রিশ,
আততায়ীর বুলেট ছুঁয়ে যাচ্ছে পিতার উরু, পেট,পাঁজর।
ঢলে পড়ছেন পিতা, গড়িয়ে যাচ্ছে রক্ত।
লাল রক্তে কলঙ্কিত হচ্ছে ইতিহাস।
বিস্মিত পিতা ঢলে পড়ছেন ধীরে, বাইরে তখন আলো ফুটতে শুরু করেছে সবে।
সূর্যের প্রথম আলোয় নিভে যাচ্ছে আরেক সূর্য, এমনটা আর ইতিহাসে কে দেখেছে কবে?
তখনও বোঝেনি কেউ, আহা রে,
বাংলা ডুবে যাচ্ছে ঘোর আঁধারে।
একটি মহাকাব্যের সেই ছিল শেষ,
আততায়ী জানবে না কখনো,
সেদিনের বুলেটে বিদ্ধ হয়েছিলেন পিতা, নিহত হয়েছিল একটি বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন