বঙ্গবন্ধু
তাঁর চোখে একটা পাহাড়ী ঝর্ণা দুঃখের মতো ক'রে চেয়ে আছে তবু আমি যতবার তাঁর পাশে গিয়ে বসেছি; দেখেছি— তাঁর জামায় লেগে থাকা প্রতিটা দীর্ঘশ্বাস কার্তুজের খোসা হ'য়ে দিকশূন্য উড়ে যেতে, উড়ে যেতে দেখি আমি— তাঁর জামার বোতামগুলো; দেখি— একটা উজ্জ্বল লাল পলাশ হয়ে ফুটে আছে
...ছুঁয়ে দিলেই ছড়িয়ে যায় ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
প্রশান্ত হয়ে গেলাম।
উত্তরমুছুনধন্যবাদ কবি❤
ধন্যবাদ।
মুছুন