আদিল ফকিরের কবিতা


মুজিব

কদম ফুলের কিশলয় রক্ত এক ইতিহাস
রাখাল তো কাটবে না এই রক্ত মাঠে ঘাস।

বস্তা এবং কাস্তে থাকে সারাবেলা
রক্ত মাঠে একদিন ভেসেছিল ভেলা।

আজ তো ঘুরেফিরে কয়েক দল সাদা হাঁস
বিলজল পূর্ণ থাকতো ভাসতো এক ইতিহাস।

আজ মুজিব তুমি নেই শুধু ব্যানারলেখা
মুজিবের কালোকোর্ট হয় না কেনো দেখা।

রাখাল তো কাটবে না রক্ত মাখা মাঠ ঘাস
সবুজ দিয়ে ঢাকবে সেই তোমা রক্ত চাষ।

পনেরো আগস্ট 'লে শুধু কাল কাপড়
শ্রদ্ধা নামে খেলে সাধু এবং চোর।

রাখাল বসে থাকে শেখ মুজিব তুমি কই
ফড়িং ঘাসে খুঁজছে একাত্তর হাজার সই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন