একজন বাঙালির কথা বলতে চাই
আমি একজন বাঙালির কথা বলতে চাই
যিনি মহান বাঙালি,
যিনি নিজ জীবনকে জনস্বার্থে উৎসর্গ করেছেন,
যিনি দেখেছেন স্বাধীন বাংলার স্বপ্ন,
যিনি স্বাধীন দেশের জন্য অকুতোভয় দেশপ্রেমিক হিসেবে
কঠিন প্রতিবন্ধকতা জয় করেছেন,
আমি সেই নির্মোহ, ত্যাগী একজন বাঙালির কথা বলতে চাই।
হ্যাঁ, তিনি আমাদেরই একজন।
তিনি সৎ, সাহসী, অবিসংবাদিত নেতা,
তিনি দুখিনী মায়ের বুকের আশা,
তিনি সত্যের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর,
তাঁর বজ্রকণ্ঠে স্বাধীনতার সুর, স্বাধীনতার অমোঘবাণী,
তাঁর নাম বাংলাদেশের ইতিহাসে অবিনশ্বর,
আমি তাঁর কথাই বলতে চাই।
আমি দেশের মানুষকে বলতে চাই সেই বাঙালির কথা,
যিনি একাত্তরের সাতই মার্চে জ্বালাময়ী, হৃদয়গ্রাহী ভাষণ দিয়ে
শক্তি যোগালেন বাঙালি চেতনায়,
বললেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...’
আমি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে চাই।
আমি এই শ্রেষ্ঠ বাঙালির কথাই নিরন্তর বলে যেতে চাই।
● লেখক : শশধর চন্দ্র রায়, লালমনিরহাট।
● লেখক : শশধর চন্দ্র রায়, লালমনিরহাট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন