সোহানুর রহমান শাহীনের ছড়া


জাতির পিতা

একটি কথা কথার কথা
একটি ভাষণ বাণী
একটি সময় রেসকোর্সে
শেখ মুজিবের ধ্বনি।

একটি ধ্বনি অধিকারের
একটি জীবন বাঁচা
একটি দেশে মুক্তি আসুক
ভেঙে লোহার খাঁচা।

একটি খাঁচায় বন্দি ছিল
একটি স্বদেশ ভূমি
একটি জাতির স্বপ্ন আশা
করলে স্বাধীন তুমি।

একটি স্বাধীন বঙ্গ দেশে
একটি জাতির মান
একটি সময় নিলো কেড়ে
শেখ মুজিবের প্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন