শিস খন্দকারের কবিতা


একটি প্রাচীরপত্র ও কতিপয় মুখোশ

রক্তাভ বর্ণে লেখা
                           ‘কাঁদো বাঙালি কাঁদো’
                           তিনি দুপাটি দাঁত ঝুলিয়ে দিব্যি হাসছেন
                           ওপরে ঘনকালো গোঁফ
আমি মন্ত্রী মহোদয়ের পোস্টারে দেখেছি এরূপ শোক!

***

পিতা,
         সোনার বাংলা ছিঁড়ে খাচ্ছে শকুন সন্তানেরা আপনার
         বাণিজ্য চলছে আপনার পোশাকে, চলছে আদর্শের বাজার
         মোটা ফ্রেমের চশমাটা এঁটে দলকানার দাবিমুজিব আমার!

পিতা,
         অদম্য ঐ তর্জনী উত্তোলন করুন আরেকবার
         মানুষ বিশ্বাস করতে শিখুক
         এই রাষ্ট্রের প্রতিটি সফল নিশ্বাসে রয়েছে বেশ্যারও অধিকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন