ফজলে রাব্বীর ছড়া


তুমি অমর


জেগে আছো তুমি মহাবীর বেশে,
রূপসী বাংলা জুড়ে-
মিশে আছো তুমি জারি সারি আর,
বাউল গানের সুরে।

ভেসে আছো তুমি শাপলা শালুকে,
গাঁয়ের প্রতিটি বিলে-
রটে গেছো তুমি মেঘেদের সাথে,
গগন মাতানো নীলে।

জেগে আছো তুমি মাঝিদের পালে,
প্রবল পবনে দুলে-
মিশে আছো তুমি অঙ্গ দুলানো,
শরতের কাশফুলে।

ভুলতে পারি না কীর্তি তোমার,
স্মরণীয় অবদান-
কোটি বাঙালির হৃদয়ে তুমি,
মুজিবুর রহমান।

 লেখক : ফজলে রাব্বী, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন