শরিফুল আলম অপুর ছড়া


মুজিব তুমি আছো বেঁচে


গোপাল গঞ্জের টুঙ্গীপাড়ায়
জন্ম উনিশ কুড়িতে
বিশ্বটাকে তাক লাগিয়ে
স্বপ্নচূড়ায় উড়িতে।

আটচল্লিশে সেই ছেলেটা
টগবগে এক তরুণ
আন্দোলনে ঝাপিয়ে পরে
ভূমিকা তার দারুন।

রাষ্ট্রভাষা বাংলা চাই
এই ছিলো তার দাবি
মুজিব ছিলো শৃঙ্খল ভাঙার
একমাত্র চাবি।

হার না মানা সেই ছেলেটা
আন্দোলনে রত
বলবে কথা মাতৃভাষায়
সবাই নিজের মত।

ফেব্রয়ারি বায়ান্নতে
শত্রু চালায় গুলি
রফিক সালাম শহিদ হলো
রক্তে রাঙা ধুলি।

বঙ্গবন্ধু কারাগারে
করলো অনশন
বিশ্বাস নিয়ে বুকের ভিতর
লড়বো আমরণ।

সেই ভাষা আজ মাতৃভাষা
বিশ্বজুড়ে স্বীকৃত
রক্ষা করি সেই ভাষাকে
করবো না কেউ বিকৃত।

মার্চ একাত্তর বঙ্গপিতার
বজ্র স্লোগানে
বীর বাঙালি শপথ নিলো
সবাই মনে প্রাণে।

মুক্ত হলো সোনার এ দেশ
মুক্ত বঙ্গভূমি
মুক্তি দিয়ে হারিয়ে গেলে
বঙ্গপিতা তুমি।

জন্ম শতবর্ষ তোমার
শ্রদ্ধা তোমার তরে
মুজিব তুমি আছো বেঁচে
সবারই অন্তরে।

 লেখক : শরিফুল আলম অপু, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন