মেনু

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

মহান বিজয় দিবস সংখ্যা-২০১৬

উৎসর্গ : দেশের জন্য নিবেদিত সকল প্রাণ।


ম্পাকী

মনে করুন, দশটি উৎকৃষ্ট দৃশ্য থেকে তিনটি রাখতে পারবেন আপনার অ্যালবামে। আপনি কী করবেন? নিশ্চয় সর্বোৎকৃষ্ট তিনটিই নিতে চা'বেন।

মহান বিজয় দিবস সংখ্যার জন্য লেখা আহবান করা হয়েছিলো। সামগ্রিক ও একক ভাবে। পেয়েছি আমরা-প্রচুর! এরপরেও ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেকে লেখা পাঠাতে পারেননি; কেউবা এই পত্রিকার প্রতি বিশেষ অনাগ্রহর ফলে পাঠাতে পারেননি। সকলের প্রতি কৃতজ্ঞতা।

বিজয় দিবসের মলাটে সংখ্যাটি শোভা পেলেও, প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু শুধুই বিজয় দিবস কেন্দ্রিক নয়। বৈচিত্র্যময় বিষয়বস্তুতে সাজানো হয়েছে এবারের সংখ্যাটি। রয়েছে দেশ ও দেশের বাইরের সর্বমোট চল্লিশ জন তরুণ-প্রবীণ লেখকের প্রবন্ধ, মুক্তগদ্য, ছড়া, গল্প ও কবিতা।

লোকবল ও সময়ের সংকটে সংখ্যাটি কিছুটা বিলম্বে প্রকাশিত হলো। তাড়াহুড়োর মাঝেও সংখ্যাটিকে আমরা যথাসম্ভব ত্রুটিমুক্ত রাখতে চেষ্টা করেছি। হয়তো কিছু ত্রুটি রয়েই গেছে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অনিবার্য বিলম্ব ও অনাকাঙ্ক্ষিত ত্রুটি সমূহের জন্য। তবে একটি বিশেষ সুবিধার কথা বলছি, যেকেউ যেকোনো মুহূর্তে যেকোনো ত্রুটি ধরিয়ে দিলে আমাদের সমাধানের সুযোগ রয়েছে।

খুব সম্ভবত এটি এ খ্রিস্টীয় বছরে আমাদের শেষ আয়োজন। সময়ের নতুন-পুরাতন রদবদল চলুক। আমরাও চলবো লেখক ও পাঠকদের আশীর্বাদে। সকলের প্রতি রইলো বিজয় শুভেচ্ছা।

আর হ্যাঁ, আমরা কোনো লেখকের লেখাকে ছোট করে দেখিনি, কারও লেখাকে ছেঁটে ফেলিনি। আমরা শুধু সর্বোৎকৃষ্ট কিছু লেখাকে তুলে নিয়েছি। সবার লেখাই উৎকৃষ্ট, হয়তো আপেক্ষিকতার সূত্রে কোনো কোনো লেখা সর্বোৎকৃষ্ট হতে পারেনি।

সবার প্রতি সতত শুভ কামনা।


প্রবন্ধ

মুক্তগদ্য

ছড়া

গল্প

কবিতা


[বি:দ্র: লেখাগুলো পড়তে লেখকদের নামে ক্লিক করুন।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন