দেবী
যুদ্ধ শেষ হয়ে যায়
হে দেবী আমার, কেবল তোমার ব্যথা পড়লেই আমি মরে যাই, আমি মরে যাই !
এতো করুণ বিষাদ রেখে যে রমণী ভালোবাসে কবিকে সে কি করে দুঃখ দেয়
এই কৌশল আমি জানতে চাই না;
যদি তুমি আমাকে ভালোবাসতে যদি আমাকে দুঃখ দিতে যদি আমাকে লালন করতে বুকে
আমি তোমার পায়ের কাছে এনে উপুড় করে রাখতাম সকল কবিতা আমার
সকল প্রেম আমার সকল মধুর রাত্রি আমার
দেবী তোমাকে পেলে রচনা করতে পারতাম স্বর্গের চেয়ে এক আশ্চর্য স্বর্গ
দেবী তোমাকে পেলে একটা কবি জীবন আমার কাছে এসে লিখতে বসতো প্রেমের জাতীয় বিষাদ
দেবী তোমাকে পেলে— কেবল তোমার হৃদয় পেলে আমি কি আরও অধিক কবি হয়ে উঠতাম না?
এই তবু শেষ জন্ম আমার
তোমাকে পাবো না জেনেও তোমাকে পাবার আকাঙ্ক্ষা করি
তোমাকে প্রার্থনা করি ঈশ্বরের মতো
তুমি আমার প্রিয়তম প্রেমিকার প্রেম হও আমি তোমাকে গোলাপ নামে ডাকি
তোমার সৌন্দর্যের কাছে নিয়ে যাই আমার সকল ধর্ম— সকল পাপ;
আমি তোমার শীতরাতের সঙ্গম হয়ে জেগে থাকতে চাই দেবী।
©লেখক : রিকেল, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন