মেনু

শ্রাবণ বাঙালী'র কবিতা...


অসমাপ্ত ব্লাকবোর্ড



রোদে ভিজে জ্যোৎস্নায় করে স্নান
হৃদয় গভীরে হৃদ্যতার আকুলতা ভেজা কণ্ঠে
মাঘের শীতে কম্পন প্রথম চুম্বন
দু’হৃদয়ের ভালোবাসা প্রবাহিত এক গঙ্গায়
উতলা প্রেমে ভাঙে দু’তীর দু’পাঁজর
ওষ্ঠ অধরে বদলায় না রঙ
জেগে উঠে না বলা কথার চর।

আয়নায় দেখি কষ্টের সিল মোহর
হয়তো আর হবেনা দেখা রঙিন সানগ্লাসে
শীতের সকাল এক চিলতে মিষ্টি রোদ
অমাবস্যার খেয়া পারে ডাক পিয়নের অপেক্ষা
দিনের আলোয় পৌঁছাতে হবে শেষ বার্তা।
রাশভারী শিক্ষক অসমাপ্ত ব্লাক বোর্ড।


©লেখক : শ্রাবণ বাঙালী, রংপুর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন