মেনু

কালপুরুষ'র কবিতা...


কবি মূলত মৃত্যুতেই বাঁচে



চলো আজ রাত্রি দীর্ঘকাল জেগে থাকি 
এক অপরিণত তবু প্রিয় শহর হতে দূরে সমুদ্র জলে 
যে সকল গভীর মাছেরা ধীরে চলে 
আমাদের প্রেম ডুবিয়ে রাখি 

তাদের শরীরে একা গোপনে; আর 
খুব ক্লান্ত হ'লে এইসব প্রেম প্রেম খেলা, 
আবার যখন মানুষের কাছে যাবো— আরো বহু বহু বেলা 
পর যখন "আমি ভুলে যেতে চাই তোমার 

নাম" বোলে চিৎকার কোরে ঢুকে যাবো মসজিদে 
যদিও নাস্তিক আমি যদিও আমার কোনো ধর্ম নেই 
যদিও ভোর হ'লে সূর্য দ্যাখার ক্ষিধে 
আমি অন্ধ কোরে রাখি যদিও কবি মূলত মৃত্যুতেই 

বাঁচে— আমি জেনে গেছি; যদিও আলো 
যদিও হাওয়া যদিও করুণ শোনায় আজ এইসব গান 
যদিও রক্তে ঢুকে গেছে ভীষণ এক সাপ যদিও কেঁদে ওঠে প্রাণ 
যদিও আমি ঘুমোতে চাই ঘুমোতে চাই বেসে যেতে চাই ভালো 

আরো কিছু নারীকে— যারা তোমার কণ্ঠে হাসে 
তোমার আঙুলে লেখে তোমার পা'য়ে হাঁটে 
তোমার শরীরে সঙ্গম করে তোমার হৃদয়ে ভালোবাসে 
তোমার মতো প্রবঞ্চনা কোরে ফিরে যায় পৃথিবীর নরোম বিশ্বস্ত মাঠে 

আরো কিছু সহজ তবু বিষণ্ণ নারীকে আমি ভালোবেসে যেতে চাই 
আরো কিছু বিষণ্ণ তবু মহৎ নারীকে ভালোবেসে মরে যেতে চাই


©লেখক : কালপুরুষ, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন