মেনু

সোহানুর রহমান শাহীন'র ছড়া...


আয়নার ছবি


কার ইশারায় চলিস রে তুই
কার ধ্বনিতে বলিস
পুঁটি মাছের জীবন রে তোর
নিজে ভাবিস ইলিশ।

চাকরি গেলে করবি কি তুই
পদের খেলা খেলিস!
নাম খানি তোর চুপশে যাবে
থাকবে না যে হদিস।

চলছিল বেশ কুড়ি বছর
তুই ছিলি না, মানিস?
ভাঙন খেয়াল তোর কারণে
তুই তো বেটা জানিস।

কাদের ক্ষতি করলি রে তুই
তাদের কথা ভাবিস?
থাকবে তারাই নগর জুড়ে 
তুই একটা রাবিশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন