মেনু

সৈয়দ শরীফ'র ছড়া...


পাখির গল্প


সকাল হলে সুরের ছলে গান গেয়ে যায় টিয়া,
কোকিল পাখি 
গাছের ডালে-
বসে মেলায় 
সুরটা তালে
হঠাৎ কাকে এসে ডাকে 'কা কা' ধ্বনি দিয়া ! 


প্রজাপতি


প্রজাপতি- চতুর অতি, যায় না ছোঁয়া তাকে,
ধরতে গেলে
যায় সে উড়ে
পেখম মেলে
সুদূর চূড়ে
হঠাৎ ওড়ে দুজন জোড়ে, কিম্বা ঝাঁকে-ঝাঁকে!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন