মেনু

রিপা মাহমুদা'র কবিতা...


দ্বিভুজা



দশভুজা নই আমি, দ্বিভুজা।
কালের চাকায় পিষ্ট হতে হতে
হাত দু' টি নিস্পন্দ প্রায়।
তবুও দশভুজা বলো আমায়!
জোর করে বলো
ইচ্ছে করে বলো
বলে বলে খাটিয়ে খাটিয়ে 
শুষে নিচ্ছ!
শোষক তোমরা
বড় চতুর তোমরা!
দশভুজ গর্বে বোকার মতন দাসত্ব মেনে নিয়েছি!
ভাবো তো-
তুমি আমি একই পেশায়-
একই প্রতিষ্ঠানে 
একই পদবীধারী
ঘরে ফিরি একসাথে।
তারপর? তার পরে? 
ভাবো তো!
পরিশ্রান্ত তুমি সতেজ হয়ে বিশ্রাম নাও, 
বিনোদনে মেতে ওঠো!
আমি?
লেগে পড়ি গৃহকাজে!
দশভুজা বলে!
অথবা ধরো, শুধু ঘরেই থাকি
ঘরের দেখভাল করি
গৃহকাজ সামলানো ঘরকন্যা।
অবিরাম, অবিশ্রাম, অগণিত গৃহকাজ!
আমি পরিশ্রান্ত হই না!!! দশভুজা বলে?
আমি দ্বিভুজা।
হাত দু'টো আমার ক্লান্ত।
দশভুজা নই আমি-
দশটা হাত নেই আমার।

©লেখক : রিপা মাহমুদা, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন