বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

ঈদ আয়োজন ২০১৬ : বিশেষ কবিতা সংখ্যা


ম্পাদকীয় 

এবারের ঈদ আয়োজন ঘিরে হবে বিশেষ কবিতা সংখ্যা- এটা পূর্বপরিকল্পিত ছিলো না। তাই করা হয়নি কোনো লেখা আহবান। প্রতিটি লেখাই সংগ্রহ করা হয়েছে লেখকদের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে, লেখকদের না জানিয়েই। আশাকরছি লেখকরা এনিয়ে আপত্তি করবেন না, তবুও আপত্তির প্রশ্নে ক্ষমা চেয়ে নিচ্ছি। পূর্বপরিকল্পনাহীন এ আয়োজন আমরা নির্ভুল করতে যথাসাধ্য চেষ্টা করেছি, তবুও সূক্ষ্ম ভুলগুলো মেনে নিতে পাঠকদের একান্ত অনুগ্রহ প্রত্যাশী আমরা। এ সংখ্যায় স্থান পেয়েছে ৩০ জন কবির ১টি করে কবিতা। 

ঈদের শুভেচ্ছা রইলো!


যাঁদের কবিতায় এবারের ঈদ আয়োজন 



[লেখকদের লেখা পড়তে তাঁদের নামে ক্লিক করুন]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন