... ... ...
মানুষ মোকাবেলা করছে বেঁচে থাকার সমস্যা
তবুও কবিতা, প্রিয় কবিতা, তুমি নির্বাসনে যাও না
মানুষকে সুকুমার নন্দনে ডুবিয়ে রাখো
মানুষকে বলো শিখে নিতে ভালোবাসা
কিন্তু কিভাবে মানুষ, হতভাগ্য মানুষ তা শিখে নিতে পারে।
মানুষ মোকাবেলা করছে মৌলিক খাবার এবং বাসস্থানের সমস্যা
মর্যাদা ও পোশাকের সমস্যা
তবুও কবিতা, প্রিয় কবিতা, তুমি পাহাড়ের দিকে যাও
সমুদ্রের দিকে যাও
মানুষ মোকাবেলা করছে রুচির গভীর সংকট
তবুও কবিতা, হতভাগ্য কবিতা, তুমি প্রিয় হয়ে উঠতে চাও
তুমি প্রিয় হয়ে উঠতে চাও
০
শিমু সিদ্ধার্থ
ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন