মেনু

পলিয়ার ওয়াহিদ -এর কবিতা


বরইফুল



বৃষ্টিতে বরইফুল ভেজে
মৃত্যুর মতোন অসহায় ও উন্মুক্ত
খাঁ খাঁ করছে কাকের বাসা
গোসলে ভীষণ ব্যস্ত—তবু মায়াকাক
বালিকারা বুকে বই চেপে—
ভিজে ভিজে ঘরে ফেরে
দৌড়ায়ে পাঁলায়ে যায়—একটা রোগা-পটকা শিশু
রাস্তাটা মুহূর্তে একা হয়ে পড়ে থাকে!

গড়ায়ে যাওয়া সে জলে—পা ভিজে উঠলে
আমার মনের পটে প্রশ্ন
সব জলই কি—গোলাপজলের বোন?
সেই দূরন্ত ছেলেটি—
ছাদের কার্ণিশ থেকে ছিঁড়েপড়া জলে
সাবান মাখানো মাথাটা এগিয়ে ধরে

আমি দ্রুত ভেসে যেতে দেখি—হাবিব সাবান-ফেনা
মৃত্যুর গতিতে!
বরইফুলের মিত্তু মিত্তু গোন্দ!
এখন রিলাক্সকুল—
আপাত কেউ মৃত্যুর-এ কথা না ভাবি!


পলিয়ার ওয়াহিদ
ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন