সময়
সেই কালে সেই বেলা কচি পাতার দলে জনতার ভিড়ে
একটি লাল বল
দুপুর বেলা এইতো সেই দিন সবুজ পাতার দলে রাজহাঁসের মতন
অবেলায় চলাফেরা অযৌক্তিক অজুহাত ছল
সায়াহ্ন তবুও ভাবছি হোক না রাত
সেখানেও আছে কোন এক সময় প্রজন্ম
তার স্লেটে লিখে দিব -সত্য তুমি সুন্দর।
০
আদিল ফকির
রংপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন