মেনু

আহমেদ অরণ্য -এর কবিতা

অপার্থিব স্বপ্ন



একপ্লেট ক্ষুধার মতো যদি ভালোবাসি;
হয়তো কুকুরের মতো কষ্ট গিলে খেতে হতো না অনিচ্ছায়।

বৃষ্টির মতো করে হয়তো রক্তবৃষ্টি হতো না
আর, শাদা পৃষ্ঠায় কষ্ট বিষয়ক শিরোনাম হয়তো মিউজিয়াম হতো।

আমি সাগরের সাতারু না হয়ে যদি তার সুন্দর হতাম
হয়তো সেও আমার।

রাতের তারা নয়, যদি মানুষ হতাম!
হয়তো দিনের সুন্দর আমার নামে লিখে দেয়া হতো।

আমি ঘাসের শিশির নয়- যদি কবি হতাম,
হয়তো আমাকেও পৃথিবীর সুন্দর বলা হতো।

যদি একপ্লেট ক্ষুধার মতো সুন্দর চেয়ে থাকি, আমি সুন্দর।
তারপরও তুমি অপার্থিব স্বপ্ন চেয়ো না।


আহমেদ অরণ্য
রংপুর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন