মেনু

উত্তম দত্ত -এর কবিতা


মৃত প্রেমিকের জন্য সনেট 



হঠাত্‍ কখনো যদি ভেসে উঠি বাথটাবে 
তোমার স্নানের ঘরে, কী যে পরিচয় দেবে 
নামহীন গোত্রহীন বিকলাঙ্গ মৃতদেহটির ? 
কী করে বোঝাবে তুমি, এই শাদা নীরক্ত শরীর 

একদিন তোমাকেই শুধু ছুঁতে চেয়েছিল ।  
কী করে বোঝাবে তুমি কৌতূহলী ক্লিন্ন জনতাকে 
কতবার চেয়েছিল তবু ঠিকানা দাও নি তাকে ।  
তথাপি এ মৃতদেহ এখানে কীভাবে এলো ?   

তুমিও জানো না কিছু, তদন্তে প্রকাশ পাবে ধীরে 
কুয়াশা সরিয়ে কারা গিয়েছিল শ্যামল পাহাড়ে ?  
কার নাম লেখা আছে তার দু’শ ছত্রিশটি হাড়ে  ? 
অসমাপ্ত গৃহ-ছবি কেন তার মাথার ভিতরে ? 

মন্ত্রপূত বৃক্ষমূলে অবিশ্বাসে মেরেছ কুঠার 
তবু খোলা স্বপ্নদগ্ধ অবিশ্বাস্য চোখদুটি তার ।


উত্তম দত্ত
পশ্চিমবঙ্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন