আদিল ফকির |
সময়
রাত দুইটা । কাল/আজ আমার মৃত্যু। আর হয়তবা বেঁচে আছি ক'ঘন্টা। সময় তো নেই- এই আমার তসবি, টুপি, জায়নামায কই? আমার পাণ্ডুলিপিটা কই? এই লেখাগুলো ধরতে পারবে -একটু হিজিবিজি বুঝে নিও। উহু, বাগান টা সম্পূর্ণ করতে পারলাম না। কাল দু-একটা ফুল ফুটতে পারে---। সময় তো নেই, সময় তো চলছে। মা! মা---! মা কই গেল? সময় তো নেই। ব্যাংকের ব্যালেন্স টা দিয়ে একটা গ্রন্থাগার দিও- সাইনবোর্ড এ লিখে দিও- এসো মানবতা শিখি। ---সময়তো নেই, কখন-কবে তোমাদের দায়বব্ধ পরিশোধ করবো? সময়---
রাত দুইটা । কাল/আজ আমার মৃত্যু। আর হয়তবা বেঁচে আছি ক'ঘন্টা। সময় তো নেই- এই আমার তসবি, টুপি, জায়নামায কই? আমার পাণ্ডুলিপিটা কই? এই লেখাগুলো ধরতে পারবে -একটু হিজিবিজি বুঝে নিও। উহু, বাগান টা সম্পূর্ণ করতে পারলাম না। কাল দু-একটা ফুল ফুটতে পারে---। সময় তো নেই, সময় তো চলছে। মা! মা---! মা কই গেল? সময় তো নেই। ব্যাংকের ব্যালেন্স টা দিয়ে একটা গ্রন্থাগার দিও- সাইনবোর্ড এ লিখে দিও- এসো মানবতা শিখি। ---সময়তো নেই, কখন-কবে তোমাদের দায়বব্ধ পরিশোধ করবো? সময়---
ব্যস্ত গ্রহের গল্প
প্রিয় বন্ধু,
শুভেচ্ছা নিস। মনটা ভালো নেই- কারে বলি মনের কথা, সবাই ব্যস্ত। যদিও গাড়ির আসনে পাশে পাই-তখন সে মোবাইল/এফবি -নিয়ে ব্যস্ত। বন্ধু সাম্প্রতিক খবর পেয়েছিস কি- অতি শিঘ্র 'ভালবাসা' শব্দটা উঠে যাবে? যখনি ভালবাসা উঠে যাবে-তখনি সেহ্ন-শ্রদ্ধা উঠে যাবে। জানিস বন্ধু- মানুষ গুলো এখন খটমটে, কেমন জানি হয়ে গেছে। আগে মনের আনন্দে, প্রাণের টানে একটু আধটু গ্রামের বাসায় যেতাম। ও বাবা তারাও এখন ব্যস্ত, ধান কাটা নিয়ে না- মানুষ কাটা নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন