মেনু

শ্রাবণ বাঙালী -এর কবিতা

যৌবনে


ধূলিঝড়ে জন  অরণ্যে
মেঘে যৌবনে বিদ্যুৎ চমক
হৃদয়ে শিহরণ জাগে
বৃক্ষ শাখায় যুবতী কেশের দোলন
শিমুল কলিতে অলির আগমন।

ধূলি ঝড়ে কালো মেঘ সরে
জেগে উঠে বার বার হিমালয়।
অটোর করিডোরে পায়রা যুগল
করছে অলি আলিঙ্গন।
তবুও খোয়ে যায় বরফ গলে হিমালয়
বেদনায় নাকি খুশির ঝর্ণাধারায়।

শ্রাবণ বাঙালী
রংপুর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন