বলে— দুঃখ পাই
একটা আয়না তৈরি করবার কথা ভাবছি
যেখানে ভেসে উঠবে সুন্দরী রমণীর মেধা আর
আমার প্রকৃত প্রেমিকার চোখ; যাকে ভালোবেসে ভোররাতে হয়েছিলাম মাতাল
যে আমাকে ব্যথা দেয় তার নাভিতেই দেখি আমার কবর আমার মৃত্যু
যে আমাকে সুখ দেয় তার স্তনে খেলা করে আমার বিশ্বাস বিনয় অহংকার ৷
পৃথিবীতে তাকেই জড়িয়ে ধরি যে আমাকে বেশি মধুর বেদনা দেয়
বলে— ভালোবাসি; বলে— দুঃখ পাই
যে বিষাদ নিয়ে চলে যায় দক্ষিণ দিকে
০
রিকেল
চট্টগ্রাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন