কবির দোষ
কবি,
সারাদিন কবিতা লিখে রাত হলে স্ত্রীর সাথে মিলিত হয় জোরপূর্বক সঙ্গমে।
কবি,
সাঁটানো বোতামের নিচে পুঁতে রাখা বুক,বিশ্বাস নেই কবিতার শব্দে।সকালে লিখিত কবিতায় শ্লোগান সন্ধ্যার আগেই বেচে দেয় কর্পোরেট হাউজে।
কবি,
মাঝরাতে ঢুকে পড়ে আমলাতন্ত্রের সাইড পকেটে।লাল চোখ নিয়ে ঠোঁট রাখে রাষ্ট্র শোষকের গালে।
কবি,
সকালে হলেই কবি হয়।
রাত হলে নীরব জলের মতো গড়িয়ে যায় সাম্প্রদায়িক গ্রন্থের শেষ পৃষ্ঠোয়।
কবি,
কবিতা লিখতে লিখতে ভুলে যান তিনি মানুষ হয়ে ওঠেননি।
০
বিপ্লব নিলাদ্রী
রংপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন