মেনু

শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

বিশেষ কবিতা সংখ্যা : পুরনো পাণ্ডুলিপি থেকে


সম্পাদকীয় 

     দীর্ঘ একবছর বিরতির পর বাংলার মুখ'র বিশেষ আয়োজন— পুরনো পাণ্ডুলিপি থেকে। এবারের পুরো আয়োজনটি শুধুই কবিতা নিয়ে। বিশেষ কবিতা সংখ্যা।
     আগস্ট মাস। এ মাসে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চলে গেছেন কৃতিমান অনেক বাঙালি। সে তালিকায় রয়েছেন রবীন্দ্রনাথ ও নজরুলের মতো বাংলা সাহিত্যের উজ্জ্বল কিছু নক্ষত্রও। বাংলার মুখ সেইসব কৃতিমানদের বিদেহী আত্মার শান্তি কামনা করছে।
     সময় স্বল্পতা। কোনও লেখা আহবান করা হয়নি, কারও কাছে ব্যক্তিগতভাবেও লেখা চাওয়া হয়নি। পনেরো জন কবির পনেরোটি কবিতায় সেজেছে এবারের কবিতা সংখ্যাটি। এসব কবিতা সংগ্রহের মাধ্যম হিশেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। লেখা সংগ্রহ কিংবা প্রকাশের ক্ষেত্রে নেয়া হয়নি লেখকদের অনুমতিও। এরজন্য বাংলার মুখ লেখকদের কাছে দায়বদ্ধ। কোনও লেখক উক্ত প্রক্রিয়ায় আপত্তি জানালে বাংলার মুখ সেটিকে গুরত্বের সহিত দেখবে।
      উল্লেখ্য, এই পনেরো জনের বাইরেও সমকালে অনেকেই ভালো কবিতা লিখছেন। তাই বলে রাখা ভালো, এই সংখ্যার ভিত্তিতে সেরা কিংবা শ্রেষ্ঠত্বের বিচার অনর্থক।
     এবারের সংখ্যায় যে কবিতাগুলো রাখা হয়েছে, সবগুলোই সমসাময়িক সম্ভাবনাময় লেখকদের রচিত এবং এই সংখ্যার প্রতিটি কবিতাই পূর্বে কোথাও না কোথাও প্রকাশিত। মূলত সেদিক থেকেই এবারের সংখ্যাটির শিরোনাম— পুরনো পাণ্ডুলিপি থেকে
     আমাদের প্রত্যাশা, এই সংখ্যার প্রায় প্রতিটি কবিতায় পাঠক পাবেন আধুনিক কবিতার মুগ্ধকর অনুভূতি। যদিও প্রতিটি কবিতাই পূর্ব প্রকাশিত, তবুও আমাদের বিশ্বাস পাঠক প্রথম পাঠের চোখেই কবিতাগুলো পড়বেন।
     বাংলার মুখ'র লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি ইদের শুভেচ্ছা। 

পাণ্ডুলিপি করে আয়োজন 


বি. দ্র. লেখা পড়তে উল্লেখিত লেখকদের নামে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন