সালেহীন শিপ্রার কবিতা


ত্রস্ত সময় 


হায়েনার হা-মুখের ভেতর
আটকে পড়ে কী দেখতে পায় ত্রস্ত সময়!

গলার দিকে গাঢ় ছায়া
গুম হয়ে যায় পাখিরা অই লকলকানো অন্ধকারে
জংলাপাশে ব্যক্তিগত রক্তমাখা পালক কিছু
                                         ফের পাওয়া যায়।

আলোও আসে
ধারালো দাঁতের ফাঁক গলে
বাতাস সাথে
          মাংশ পঁচা গন্ধমাখা।

ত্রস্ত সময়
দেখতে কি পায় বন্ধ চোখে!

● লেখক : সালেহীন শিপ্রা, ঢাকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন