অন্বেষণ
যখন পৃথিবীর একমাত্র ঋতু শীত,
একটি বিশেষ ডালিম গাছ তার অর্চনা করে।
ওখানে দাঁড়াও।
ডালিম গাছের ফাঁকে পলাতক টিয়েটিকে
খুঁজে বের করো...
ঐ অবয়ব তোমারই।
তুমি; যার একটি পাথরের চোখ
মণির ভারে নেমে আছে নিচের দিকে;
জীবন্ত চোখটি উপরে তাকিয়ে,
জোড়াটিকে খুঁজছে।
এভাবে একজন মানুষ খোঁজে অপর মানুষকে।
● লেখক : রাসেল রায়হান, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন