আফসারা মীমের কবিতা


জানালা


ছোটকালের তীব্র ফ্যান্টাসির বদৌলতে তাকে আবিষ্কার করা হয়েছিলো।
ফুল ও পাতার সন্ধিবিন্যাসের তোরণ আর বাতাসের গতিবিধির এক অপূর্ব সামঞ্জস্য
কোটর খুলে মানবস্পর্শের এক আশ্চর্য বসতভিটা গড়েছিলো মস্তিস্কের রন্ধ্রে।


           মানুষেরা জায়গা বদলায় সাথে আকাশ বদলে যায়
           বয়স বাড়ে, সময় পাল্টায়
           জানালাগুলো একই ভাবে শৈশব-কৈশর-যৌবনকাল ধরে রাখে ঠায়!

           একটা পাখি উড়ে যেতে যেতে পথে
           গ্রিল আকড়ে থাকা সুতোর শপথে
           একুশতম আষাঢ়ের গান গায়!
           কাঁচ ভেজে, শুকায়; মরচে ধরা গ্রিলে নরম আঙুল
           নবীন প্রেমের স্পর্শ পায়!

● লেখক : আফসারা মীম, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন