নয়ন আহমেদ-এর কবিতা


কবিতা


গুনে গুনে কিছু হাহাকার এনেছিলো কেউ।
কালো জিঘাংসা এনেছিলো অন্যরা। 

দীর্ঘদিন কেটেছে অশ্রুপাতে।

ভাঙা কাচের চুড়ি, একটা পুরোনো চিরুনি—
জংধরা কাঁচি, একটা ভাতের পাতিল এলোমেলো পড়ে আছে।

সহসা চুড়ি বেজে উঠলো ঝুনঝুন করে।
চিরুনি সমবেদনা জানালো সব ব্যথিককে।
কাঁচি কর্মব্যস্ত একটা জীবন খুঁজলো কৃষকের মতো।
পাতিল খুঁজলো পৃথিবীর আনন্দপ্রিয় রান্নাঘর।

হে কবিতা, হাঁটু মুড়ে বসো।
তুমি পৃথিবীর পেট থেকে কিছুতেই পালাতে পারো না।

●লেখক : নয়ন আহমেদ, বরিশাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন