স্মৃতির শিরোনাম
পত্রিকার চাকরিটা আমি ছেড়ে দিবো মা!
সড়ক দুর্ঘটনার খবর আর লিখতে পারবো না,
সড়ক দুর্ঘটনায় নিহতদের নাম লিখতে গিয়ে
ঝাঁপসা হয়ে আসে চোখ,
কিবোর্ডে আটকে যায় আঙুল—
আমি লিখতে পারি না মা!
লিখতে গেলে বাবার নাম চলে আসে বারবার।
চোখের সামনে ভেসে ওঠে বাবার থেঁতলে যাওয়া মুখ
পিচঢালা কালো রাস্তায় বাবার লাল রক্তের স্রোত!
মা, তোমার আহাজারি আমাকে পাথর করে দেয়।
সড়ক দুর্ঘটনায় নিহতদের সংবাদ
আমি আর লিখতে পারবো না মা!
আমার বাড়ি ফেরার রাস্তাটি এখন রাজপথ
আমি আমার বাড়ি ফেরার রাস্তাটির কথা বলছি
যে রাস্তা দিয়ে আমার মতো অনেকেই বাড়ি ফেরে
আমার বাবাও বাড়ি ফিরতেন সেই রাস্তায়
একদিন বাড়ি ফিরতে ধরে সেই রাস্তায় লাশ হয়েছিলো আমার বাবা
দশ বছরে আরও শ'খানেক মানুষ লাশ হয়েছে বাবার মতো
আমি পিচঢালা কালো রাস্তাটির কথা বলছি
যে রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরি
বাস-ট্রাকের সাথে এখন ইজিবাইক চলা রাস্তাটির কথা বলছি
আমি আমার বাড়ি ফেরার রাস্তাটির কথা বলছি
যে রাস্তায় অবরোধ চলে, গাড়ি ভাঙচুর হয়
পেট্রোলবোমায় দগ্ধ হয় মানুষ— আমি তার কথা বলছি
আমার বাড়ি ফেরার রাস্তাটিতে এখন মিছিল চলছে
প্রকম্পিত পিচঢালা কালোপথ
স্লোগান চলছে, নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই
আমার বাড়ি ফেরার রাস্তাটি এখন রাজপথ
শোক
সকাল-বিকেল লাশের মিছিলে হাঁটি
চোখে ভাসে শোকাহত হাজারো মুখ—
আমি শোকাহত, আমারে স্পর্শ করে না শোক!
খুবি ভাল হয়েছে
উত্তরমুছুন