বুধবার, ৮ মার্চ, ২০১৭

'নিজের লেখার ধরণ ও ক্ষমতা নিয়ে আমি বেশ সচেতন'

অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে রংপুরের লেখক আল কাফি নয়ন'র প্রথম উপন্যাস 'অলৌকিক সায়ন্তন'। বইটি প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ। 'বাংলার মুখ'র সঙ্গে একান্ত আলাপচারীতায় আজকের আয়োজন।



● এবারের অমর একুশে গ্রন্থমেলায় আপনার প্রথম উপন্যাস 'অলৌকিক সায়ন্তন' প্রকাশিত হয়েছে। প্রথম প্রকাশের অনুভূতি বলুন।
আল কাফি নয়ন : অনুভূতিকে ভাষায় বাঁধতে চেষ্টা করেছি অনেক, কিন্তু পারিনি। অবাক হয়ে আবার নিজেকেই জিজ্ঞেস করেছি, 'এই অনুভূতিকে কী ভাষায় বা শব্দে বাধা যায়?' উত্তর পাইনি আমি।

● সত্যি-ই বিষয়টি আপেক্ষিক। আচ্ছা, আপনার উপন্যাসের সামগ্রিক বিষয়বস্তু সম্পর্কে যদি কিছু বলতেন...
আল কাফি নয়ন : যদিও এটি সাইকোলজিক্যাল থ্রিলার, তবুও এর সমান্তরালে জীবনবোধের ছোঁয়া পাঠক পাবে বলে আমি বিশ্বাসী। জীবনের সাধারণ ঘটনা গুলো দিয়ে দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবিতে পাঠক তার কল্পনায় আমাদের সমাজেরই  প্রতিনিধিত্ব খুঁজে পাবে। আর এটাই মূল বিষয় রহস্যকে আরো স্পষ্ট করবে বলে আমার ধারণা। 

● নবীন লেখকদের মাঝে কবিতার প্রতি একধরণের ঝোঁক দৃশ্যমান। এবারের বইমেলায় তাকিয়ে দেখুন, অজস্র কাব্যগ্রন্থের ছড়াছড়ি। বিশেষ করে প্রথম বই প্রকাশের ক্ষেত্রে কবিতাই অধিকাংশের প্রথম পছন্দ। সে তুলনায় কথাসাহিত্যের আকাল বলা চলে! কিন্তু আপনি এখানে ভিন্ন পথে হাঁটলেন। উপন্যাস নিয়ে আসলেন। কিন্তু কেন? নেপথ্যে কি কোনও কারণ রয়েছে? 
আল কাফি নয়ন : প্রথমেই বলে রাখি, আমি নিজেও একজন কবিতা প্রেমী। কিন্তু কথাসাহিত্যের প্রতি বিশেষ ভালোলাগা থেকে এমনটা হয়েছে হয়ত।  গল্প বলতে ভালো লাগে, গল্প শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে।

● স্রেফ ভালোলাগা? দ্বিতীয় কোনও কারণ নেই?
আল কাফি নয়ন : দ্বিতীয় কোন কারণ বলতে গেলে বলতে হয়, নিজের লেখার ধরণ ও ক্ষমতা নিয়ে আমি বেশ সচেতন। সে দিক থেকেও এ ধরনের রচনা করতে উৎসাহ পেয়েছি।

● যেকোনো লেখকের ক্ষেত্রেই প্রথম প্রকাশে পাঠক প্রিয়তা পাওয়াটা বেশ সময় সাপেক্ষ এবং কঠিন বটে। তারপরেও এখন পর্যন্ত ফলাফল কীরূপ? কেমন সাড়া পাচ্ছেন?
আল কাফি নয়ন : নতুন লেখক হিসেবে যে সকল প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় আমাকেও যেতে হয়েছে, যেতে হবে। তবে আশাহত হচ্ছি না, ধৈর্য ধরে লিখে যেতে চাই। তবে আমি সামান্য ভাগ্যবান বলা চলে, নতুন হিসেবে পাঠকরা আমাকে এভাবে গ্রহণ করবেন, ভাবতেও পারিনি।

● একটু পিছনে তাকাতে চাচ্ছি। লেখালেখির শুরু, তারপর হেঁটে হেঁটে প্রথম উপন্যাস পাঠকের হাতে। উঠে আসার গল্পটা শুনতে চাই।
আল কাফি নয়ন : শুরুটা  নিয়ে আমি নিজেই সন্দিহান। ২০০৮  সাল, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে সাহিত্যের স্পর্শে আশা। তারপর যে জগতের সন্ধান আমি পেয়েছি, সে জগতে হেঁটে বেড়াতে আমার ভালোই লেগেছে এতটা দিন। যার ফল হিসেবে আজ আমার প্রথম উপন্যাস—অলৌকিক সায়ন্তন। আর নতুনদের উঠে আসতে যে সকল বাঁধা আসে, আমার বেলাতেও এসেছে। অনেকেই জানেন বিষয়টা, নতুন করে আর কী বলবো...?

● আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদেরকে আপনার মূল্যবান সময়ের কিছুটা দেয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা। আপনার নির্মাণ এগিয়ে যাক। শুভ কামনা। ভালো থাকুন।
আল কাফি নয়ন : ধন্যবাদ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন