এক.
তোমাকে, কাল সারারাত
তোমাকে, কাল সারারাত
ধীরে তোমার স্তনসমূহের মধ্যবর্তী গ্রামে ডুবে যাই
আমার বিষাদ নরক-বৃক্ষে রূপান্তর হয়;
অইখানে সহজ মৃত্যুর গভীর আনন্দ আছে— টের পাই— পেতে চাই;
আগুন-বরফে পুড়ে ছাই কবিতা আমার— এই তো সঞ্চয়
আমার বিষাদ নরক-বৃক্ষে রূপান্তর হয়;
অইখানে সহজ মৃত্যুর গভীর আনন্দ আছে— টের পাই— পেতে চাই;
আগুন-বরফে পুড়ে ছাই কবিতা আমার— এই তো সঞ্চয়
মানুষ যেহেতু অমর নয়— ত্রিশ কিংবা ষাট— একই মনে হয়
চলো— সূর্য ডুবে এলো— এইবার ধীরে, ঘুমিয়ে যাই
_____________________
চলো— সূর্য ডুবে এলো— এইবার ধীরে, ঘুমিয়ে যাই
_____________________
দুই.
ধর্ম
ধর্ম
মানুষ তো আর নিজের মৃত্যু উৎসব দেখে যেতে পারে না
আমি আমার মৃত্যুবার্ষিকী উৎসবে অংশ নিতে চাই প্রভু
দ্যাখাও তোমার মোজেজা
এই বৈজ্ঞানিক রাজনৈতিক মিডিয়ার যুগে
শোনাও তোমার অলৌকিক গান
আমি আমার মৃত্যুবার্ষিকী উৎসবে অংশ নিতে চাই প্রভু
দ্যাখাও তোমার মোজেজা
এই বৈজ্ঞানিক রাজনৈতিক মিডিয়ার যুগে
শোনাও তোমার অলৌকিক গান
আমাদের রয়েছে নির্বোধ জীবিত মাথা আর রক্তপূর্ণ মেধাবী মাথার খুলি-- ইতিহাস
অলৌকিক দেবতাদের খুঁজে খুঁজে কতকাল তারা এসে থেমেছে শেষ শ্মশানের তীরে
ভায়োলিন ও গাছেরা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে যাবে আগুন আর নরকের ভয়
যদিও শেষ মানুষ গ্যাছে শেষ মানুষের হাতে মরে-- রয়েছে আলো রয়েছে ঘাস
অলৌকিক দেবতাদের খুঁজে খুঁজে কতকাল তারা এসে থেমেছে শেষ শ্মশানের তীরে
ভায়োলিন ও গাছেরা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে যাবে আগুন আর নরকের ভয়
যদিও শেষ মানুষ গ্যাছে শেষ মানুষের হাতে মরে-- রয়েছে আলো রয়েছে ঘাস
রাস্তায় একজন মানুষ অপর একজন মানুষকে মারছেন—
তুমি প্রশ্ন করো না ‘মারলে ব্যথা লাগে কিনা’
একজন মানুষ একা নগ্ন কাপছে রোদের বিছানায়—
তুমি প্রশ্ন কোরো না কথা বোলো না চুপ করে থাকো
অ্যাপোলো কে? কিংবা তার উপসনালয় কেন ডেলফাইতে অবস্থিত— জানতে চেও না
অ্যাফ্রদিতি, দেবী আমার; এই নাও আপেল— আমাকে দাও সুন্দরতম নারী— বোলো না
তুমি প্রশ্ন করো না ‘মারলে ব্যথা লাগে কিনা’
একজন মানুষ একা নগ্ন কাপছে রোদের বিছানায়—
তুমি প্রশ্ন কোরো না কথা বোলো না চুপ করে থাকো
অ্যাপোলো কে? কিংবা তার উপসনালয় কেন ডেলফাইতে অবস্থিত— জানতে চেও না
অ্যাফ্রদিতি, দেবী আমার; এই নাও আপেল— আমাকে দাও সুন্দরতম নারী— বোলো না
‘ক্ষমা করুন হে ঈশ্বর’— বোলো না।
নিশ্চয়ই তার রয়েছে দুটি বিষণ্ণ মহানুভব চোখ
তিনি জানেন লীলা খেলার প্রকৃষ্ট নিয়ম
__________________________
নিশ্চয়ই তার রয়েছে দুটি বিষণ্ণ মহানুভব চোখ
তিনি জানেন লীলা খেলার প্রকৃষ্ট নিয়ম
__________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন