জন্ম ১২ই আগস্ট, ১৯৮৬ খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এনায়েতপুর গ্রামে। বাবা মো. গোলজার হোসেন এবং মা আলেয়া বেগম। তাঁর নাম মো. আতিকুর রহমান হলেও লেখক হিসেবে আদিল ফকির নামে পরিচিত। তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি মূলত কবিতায় সিদ্ধহস্ত। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ 'কবি মনের বঙ্গানুবাদ' (২০১০), 'জীবনের ধারাপাত ও নামতা' (২০১৫) এবং এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে 'কারাগারে ঘাসফড়িং' (২০১৬)। তিনি বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ২০০৫ সাল থেকে 'সবুজ বাংলা' নামে একটি সাহিত্যপত্র সম্পাদনা করে আসছেন।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'কবি মনের বঙ্গানুবাদ' প্রকাশিত হলেও থেকে যায় অনেকটা লোকচক্ষুর আড়ালে। তাই পরবর্তীতে এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতার সাথে আর কিছু নতুন কবিতা নিয়ে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'জীবনের ধারাপাত ও নামতা'। এ গ্রন্থের কবিতায় জীবনের প্রেম-বিরহ, সংসারের সংকট-স্বপ্ন, প্রকৃতির সবুজ-সৌরভ এবং মানবতার সততা-সভ্যতা প্রভৃতি মিশে একাকার।
২০১৫ সালের শেষ দিকে কবির জীবনে আসে এক কালো অধ্যায়। চলমান সমাজের কতিপয় মানুষরূপী অমানুষদের চক্রান্তের কবলে অকারণ অভিযোগে এই তরুণ কবিকে ভোগ করতে হয় প্রায় দু'মাসের কারাবাস। কারাগারে বসেই তিনি রচনা করেন তৃতীয় কাব্যগ্রন্থ 'কারাগারে ঘাসফড়িং'। এ গ্রন্থে সাবলীল কাব্য নৈপুণ্যে ফুটে উঠেছে বর্তমান কারাচিত্র এবং কারাবাসের নিদারুণ অভিজ্ঞতা।
কবি আদিল ফকির প্রকৃতি ও জীবনের নৈকট্য প্রত্যাশা করেন। গ্রামীণ আবহ তাঁর চর্চায় বেশ উজ্জ্বল। নিজের ভালোবাসার সবটুকু উজাড় করে কষ্ট জর্জর জীবনে শান্তির পেলবতা ছড়াতে তাঁর অসীম আগ্রহ।
[পুনশ্চ: কবি আদিল ফকিরের দ্বিতীয় ও তৃতীয় কাব্যগ্রন্থ দু'টি অমর একুশে বইমেলা ২০১৬ তে মূর্ধন্য প্রকাশনীর স্টলে(৩৪৯-৩৫০) পাওয়া যাচ্ছে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন