রহমান হেনরী-এর কবিতা



পাথরমানুষ 



জঙ্গলে দাঁড়িয়ে আছো— শ্যাওলাজমা, পাথরমানুষ—
তোমার অভয়মুদ্রা, আজ আমার খুব ভালো লাগে।

বাগান ও জঙ্গলের পার্থক্য কখনও পড়িনি, কোনও
শাস্ত্রসম্মত গ্রন্থাদিতে; অনুমিত হয়: এর সাথে 
পরিচর্যা সম্পৃক্ত রয়েছে; এর সাথে, একটি দরদী হাত
থাকা কিংবা না-থাকার অনুভূত ফারাকই প্রধান!

জঙ্গলে দাঁড়িয়ে আছো— পরিত্যক্ত, পাথরমানুষ—
তোমার নির্লিপ্তরীতি আজ আমার বেশি ভালো লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন