তোমার সেইসব মানবিক জীবন
কতদিন বুকের জমিতে চাষাবাদ হয় না।
উর্বর কথোপকথনেও শোনা হয় না
সেই প্রিয় ডাকনাম, জানা হয় না
কত বুকের বনে মুখ ঘষে এই তুমি
কতবার উদার হয়েছ,
এই তুমি কতশত মানবিক খেলার প্রয়োজনে
কত ডাকনামে ডেকেছো।
তোমার ছিল দয়ালু চোখ।
চোখের পানিতে নারীর চাষাবাদ করতে।
আর দু চারটা জৈব সারের কথোপোকথন
উর্বর করতো বুকের জমিন।
কেমন চলছে তোমার প্রতিদিনের চাষাবাদ?
প্রতিদিন কটা নারী শিকার করে
তোমার শিকারি হলদে চোখ?
এখনো কি নারীর জন্য উদার তোমার উপাসী বুক?
এখনো কি আছে তোমার ডাকনামে ডাকার অসুখ?
বহুদিন তোমার খবর রাখি না।
তোমার জমিতে কার কি চাষাবাদ হয় তাও জানি না।
০
নাদিয়া জান্নাত
রংপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন