শামীম আরেফীন -এর কবিতা

অসুখ



হাত রাখো, কপালে, আর বুকে
দেখো জ্বর, দেখো—
আরো নিচে...তারও বেশি
গভীর অসুখ

এতো দাহ, এতো উত্তাপ!
পুড়ে যাওয়া জলপটি তুলে

কৌশলে, আরো আরো নিচে
আঙুল ডুবিয়ে রাখো, দেখো—
নিভৃত ঝিনুকে তোমাকে
রেখেছি টুকে

হাত রাখো, বারবার
বুকে আর গভীর অসুখে!

শামীম আরেফীন
ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন