জাকির আহমদ-এর ছড়া


একগুচ্ছ ছড়া


১.
যার হাতেতে কলম থাকে
সত্য লেখার সাহস রাখে
তিনিই কলম সৈনিক
হুমকিতেতো দমেনা সে
তাঁর লেখাতেই উঠে আসে
প্রতিদিনের দৈনিক।

২.
ভালবাসা মন থেকেতো
মুখেমুখে নয়
মুখের ভালবাসা সেতো
লোকে ভণ্ড কয়।
ভাল যদি বাসো তারে
বুঝবে সে বুঝবে
তোমার মাঝেই ভালবাসা
খুঁজবে সে খুঁজবে।
আর যদি মুখে বলো
ভালবাসি তোমারে
লোক দেখানোর জন্য তা
তুমি নও আমারে।


৩.
ঢাকের সাথে ঢোলের যেমন
দোলনার সাথে দোলের
সম্পকর্টা তেমনি মোদের
যেমন নদী-কূলের।


৪.
তুমি ছিলে
আছো তাই
ভালোবাসা
আজও পাই।


৫.
জীবনটাতো হাসির জন্য
ভালোবাসা বাসির জন্য
এই জীবনই সুখ,
আরও একটা জীবন আছে
সেই জীবনে কষ্ট আছে
আছে অনেক দুখ।

জীবন মানেই সুখ
সেথায় থাকে দুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন