আবু হাসান শাহরিয়ার -এর কবিতা

মঞ্চ থেকে নেমে



কাঁঠালপাতাদের আজ গায়েহলুদ। ফড়িংদের ডানায় বিকেলের ওড়াউড়ি।
মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে আজকের এই বিকেলের কী ব্যাখ্যা দেবেন আপনি?
দেখুন, সাম্যবাদের প্রতি যথেষ্ট সহানুভূতি থাকার পরও
আমি একজন ডুরিং সাহেবকেই খুঁজছি--
ভাববাদী হলেও লোকটা বৃক্ষপ্রেমী ছিল।

পরদিনই কাগজে ছবি ছাপা হবে বলে যে-লোকটা স্মিতহাস্যে অপাঠ্য গ্রন্থের
মোড়ক উন্মোচন করছে, তাকেই আমরা এই শহরের সেরা বুদ্ধিজীবী বলে চিনি।
আর যারা তার কথা শুনে হাততালি দিচ্ছে, তারাই সুশীল সমাজ।

বুদ্ধিমানরা কিছু প্রশ্নের উত্তর সবসময়ই এড়িয়ে যান। যেমন ধরুন,
আপনি যা বলছেন, তা কি আপনারই কথা?
আপনার কথাগুলো আসলে আপনি একজন ক্ষেতমজুরের মুখে শুনেছিলেন।
অথবা কোনও রিকশাঅলার কাছে, যাকে ভাড়ার অতিরিক্ত একটি আধুলিও
দিতে চাননি। আমিও কিন্তু অন্যের কথাই নিজের বলে চালাচ্ছি।
উৎসবের মঞ্চ থেকে নামামাত্রই একজন শ্রোতা আমার কানে-কানে
এই কথাগুলোই বলেছিল কোনও এক মেধাবী সন্ধ্যায়।

তারপর থেকেই আমি মঞ্চ থেকে দূরে-দূরে থাকি। এখন আমার কান
সজনের ডালে শূককীটদের চলাফেরার শব্দও শুনতে পায়।

আবু হাসান শাহরিয়ার
ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন