তামীম চৌধুরী-এর কবিতা


রুমাল



নিজেকে সঙ্গে না নিয়েই চলে এসেছি
মানুষ মনভোলা প্রাণী
তাই বলে এতোটা মনভোলা?

নীড়ে ফিরে হঠাৎ মনে হলো
নিজেকে সাধারণ গ্রন্থাগারে রেখে এসেছি
তাড়াহুড়ো করে পুনরায় দৌড়াচ্ছি।

গিয়ে দেখি— ভুলবশত যেই চেয়ারে
আমাকে রেখে এসেছিলাম, ওখানে আমি নেই
বসে আছে অন্য একজন- নতুন পাঠক।

যে অপরিচিতা পাশের চেয়ারে জীবনানন্দ
পাঠ করেছিল, তিনি হয়তো চলে যাবার সময়
আমাকে তার রুমাল ভেবে তুলে নিয়েছেন।

আর প্রখর রৌদ্রের দুপুরে এখন
ক্রমাগত মুছে যাচ্ছেন ওষ্ঠের ঘাম— ওভাবে
ঠৌঁটের কাছে নেবেন না, রুমালও চুম্বনপ্রার্থী হতে পারে।

●লেখক : তামীম চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন