ট্রেন
ধরো বহুদিন পর যে ট্রেনটিতে চড়ে
তুমি আসছো বাড়ির পথে, তাঁর খুব পাশেই আমি আছি
এইতো নববর্ষের দ্বিতীয় বোশেখী দিনে
কেমন গরমে তোমাদের রাস্তায় উড়ছে ধুলো, দূরের পথগুলো
মিলে যাচ্ছে আকাশে,
অইতো ওখানটায়-- তোমার মনে পড়বে বরফ ছোঁয়া কফিতার গল্প,
ধরো বহুদিন পর আজকের অতীত ভেবে ভেবে
আমার দুপুরটাও হয়ে যাবে অবাধ্য অতীত, ট্রেনের শাটল ধরে
তোমার ধোঁয়া উড়িয়ে দেবার গল্প, এই ট্রেনেই তো আজ ফিরছো তুমি
একটি জানালার বাঁক মিলে যাচ্ছে অন্য জানালায়-- অইতো ওখানটায়--
চোখের ওপারে চোখ--
ধরো বহুদিন পর এই পথে, ঠিক এই জানালায় যে ভাঙাচোরা মুখটি
স্মৃতি হয়ে যাবে, তাঁর খুব পাশেই আমি আছি
ভ্রমণের ক্লান্তিতে জীবনের দরোজায় ছায়া ফেলে রাখি, ভালোবাসা নই আমি--
নাম নেই আমার কিংবা দুঃখ আমার নাম।।
০
তাবাসসুম জাফরী
ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন