আদিল ফকির-এর কবিতা


কবির কল্পনায় রাধা



রাধার কুন্তল ময়ূরের পেখম মেলবার মতন,
টিপ ছাড়া ললাটে, নয়নের ঘাটে ঘাটে কালো কালো ঘাস,
কিছু আভাস। নাড়া দেয় সাড়া দেয় দোলা দেয়
কাচভাঙা হাসি, মুখ ফোলানো অভিমান
নিয়ে যায় আমাকে স্বর্গ থেকে স্বর্গের রাজ্যে
কল্পনা থেকে অভেদ কল্পনায়—

সাত পরীর দেশ থেকে আনা নাম অজানা শাড়ি
ঘোমটা দেয় কথা কয় রাধার ওষ্ঠদ্বয়
শুরু হয় কল্পনার রাজ্যে ফুলসজ্জা
পরতে পরতে শাড়ি খুলতে খুলতে প্রভাত
সত্য-সুন্দর স্পর্শ করে আমাকে—
মনে হয় ঘুমিয়ে আছি সবুজ পাতার উদরে
শান্তি ওম শান্তি, মুক্তি অজস্র সময়ের মুক্তি—

●লেখক : আদিল ফকির, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন