বন্য পীতম-এর কবিতা


অপাংক্তেয় 



আমার কবিতা কখনো খোঁজ রাখেনি কোন শ্রমিকের সংসারের।
অভাবের সংসারে কবিতারা বড্ড অপাংক্তেয়।
কবিতারা কখনো একটা শ'টাকার নোটে দূরীভূত অভাবের পরিমাণ জানেনি।
একমুঠো খাবার কিংবা বস্ত্র হয়ে যে কবিতারা কখনো শ্রমিকের দুয়ারে দাঁড়ায়নি।
সে কবিতারা এ শ্রমিকের শহরে কোন অধিকারে উচ্চারিত হবার অনুমতি চায়?
আমি আজন্ম যে শ্রমিকের অধিকার হিসেবে ভেবেছি রুঢ় আচরণ,
সেই আমি শ্রমিকের স্বপ্ন কবিতার চরণে আঁকার দুঃসাহস দেখাই কী করে?
আমি অথবা আমার কবিতারা নির্বাসিত হোক শ্রমিকের এই শহর হতে।


●লেখক : বন্য পীতম, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন