পা এবং শামুক আখ্যান
তোমার পায়ে আলতা মেখেছ, আমি তার ঘ্রাণ নিই।
অজ্ঞান হয়ে পড়ে থাকি। মাজারে উন্মাদিত বন্দেগি যেভাবে নিজের শরীরে নিজেই চাবুক গেঁথে উল্লসিত জিকিরে, এই জগত আর সেই জগতের প্রভেদ বিচ্ছিন্ন করে। আমি আলতার ঘ্রাণ নিই আর তোমার পা কেটে যায়।
তোমার পায়ের নখে, নেইলপলিশ , আমি চুম্বন করি। চুম্বন শেষ হয় না, ঘুমিয়ে যাই সহস্র বছরের ধ্যানে, যেভাবে বিশ্বাসীরা পাপমোচন করে দেবীর দান পবিত্র পাথরে মাথা ঘষে। আর পৃথিবীতে নেমে আসে ভগবৎকৃপা। আমি নেইলপলিশ চুম্বন করি আর তোমার পা কেটে যায়।
তোমার পায়ের পাতায় রোজমেরি গাছ জন্মায়, আমি নাক লাগাই। সিকিমের পাহাড়ি মানুষের মত মেমেঞ্চো জলাশয়ের জল পান করে আরোগ্যলাভ করি।কুপুপ জনপদের গুরাস গাছে পৃথিবীর আবহাওয়া মাপি। আমি রোজমেরি গাছে নাক লাগাই আর তোমার পা কেটে যায়।
তোমার পা কেটে যায় শামুকে।
©লেখক : পাভেল কুবলয়, সংযুক্ত আরব আমিরাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন