কাঁটাতারে জীবন
কিছুক্ষণ আকাশে অপলক তাকিয়ে
স্বস্থির নিঃশ্বাসে শৈথিল্য সময় ছুড়ে দাও
শৈশবের বর্ণবোধ জাগা-নিদ্রার করতলে।
সন্ধ্যার হট্টগোল শুঁকে সময়ের মাছিরা
বিশ্বসের বকুল তুলে নিদারুন দৈন্যতায়
ঘষে তোলে রাত, হারিকেনের চিমনী থেকে।
শ্রান্ত পথের মাঝে দাঁড়িয়ে বজ্রবৃক্ষ
ডালিম ফোঁটা ভোরে মাপে ক্ষয়িষ্ণু আয়ুস্কাল,
দীর্ণ ঘাস শুকায় কড়েকড়ে পাপড়ভাজা দুপুরে।
নির্লিপ্ত হতাশার রঙ ঠুকরে খায় কাক
কিংশুক বিকেলে বাতাস ওড়ে রৌদ্রআঁচে
তৃঞ্চার স্বরণি ধরে চলে সাইকেলের ক্লান্ত চাকা।
০
সোহানুর রহমান শাহীন
রংপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন