এস. এ. অপু-এর ছড়া


কে নেবে তার খোঁজ



কত শিশু পরে থাকে
ফুটপথের ধারে
অবহেলা অনাদরে
ধুকে ধুকে মরে।

রোদে পোড়া বৃষ্টি ভেজা
নয়তো শীতের রাতে
ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পরে
ভোরের অপেক্ষাতে।

চাওয়ার কিছু নেই যে তাদের
বাঁচতে শুধু চায়
জীবনেরই সঙ্গে তারা
যুদ্ধ করে যায়।

অন্ন বিহীন বস্ত্র বিহীন
কাটছে তাদের দিন
হাসি দিয়ে শোধ করে
জন্ম নেয়ার ঋণ।

কে যে হবে সহায় তাদের
কে নেবে তার খোঁজ
কেমন করে ঘুচবে তাদের
অভাব নামের বোঝ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন